৫ রবিউল আউয়াল ১৪৪৬২৫ ভাদ্র ১৪৩১৯ সেপ্টেম্বর ২০২৪সোমবার, শরৎকাল
মঙ্গলবার, গ্রীষ্মকাল, ১০:১৪:২৪ পূর্বাহ্ণ
- সূরা আলাক (৯৬) : আয়াত ১
- সূরা বাকারাহ (২) : আয়াত ৪৩
- সূরা নিসা (৪) : আয়াত ১০৬
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা
মসজিদ শুধু একটি নামাজের জাইগায়ই নয়, এটা মুসলমানদের জন্য একটা মিলনস্থানও। সবাই দৈনিক কমপক্ষে ৫ বার এখানে আমরা মিলিত হই, একে অন্যের খোঁজ-খবর নিতে পারি। মসজিদটি আমাদের জন্য একটি ইসলামী পরিচয় বহন করে।
আমাদের মুসলমান সম্প্রদায় পবিত্র কুরআন এবং নবী মুহাম্মদ (সাঃ) এর সুন্নাহর উপর ভিত্তি করে একটি ব্যাপক ইসলামী জীবনধারা প্রচার করছে।
হে বনী ইসরাঈল, তোমরা আমার নিআমতকে স্মরণ কর, যে নিআমত আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ কর, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আর কেবল আমাকেই ভয় কর।
আমাদের উক্ত মসজিদের সকলের জন্য উন্মুক্ত সেবাসমূহ
মসজিদ এলাকায় নিয়মিত স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়, যা থেকে অত্র এলাকার জনসাধারণ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে বিনামূল্যে।
প্রতিদিন ফজর নামাজের পর থেকে তিনঘণ্টা পবিত্র কুরআন শিখানোর ব্যবস্থা আছে, যেখানে উক্ত এলাকার ছোট-বড় সবাই কুরআনের জ্ঞান লাভ করতে পারে।
প্রতিবছরই গরীব, দুঃস্থ ও অসহায় লোকজনের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়, যাতে তারাও সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।
এসো আলোর পথে
কুরআনের আসর
আয়াতুল কুরসির তাফসীর
মহান রাব্বুল-আলামিন সকলের দান কবুল করুক। আমিন।
দ্বীনের পথে এসো
অতি সম্প্রতি বই পড়ার গুরুত্ব সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনায় বক্তব্য রাখেন মওলানা আব্দুল করিম
আমাদের জামে মসজিদ - সর্বস্বত্ব সংরক্ষিত © 2025।তথ্য প্রযুক্তি বিষয়ক পৃষ্ঠপোষকতায় - আব্দুর রশিদ রাসকিন (পৃষ্ঠপোষক সদস্য, আমাদের জামে মসজিদ)।